যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩, এখনও ২৭ শিশু নিখোঁজ

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ২৭ শিশুর।
রবিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায় ।
জানা গেছে, শিশুরা কের কাউন্টিতে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়েছিলো। ক্যাম্পে থাকা ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবার।
কর্তৃপক্ষ জানায়, এখনও অভিযান চলছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে। সকলকে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৮৫০ জনকে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে হঠাৎ ভারী বৃষ্টিপাতে টেক্সাসের গুয়াদালুপ নদীর পানি ২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। এতেই বন্যার কবলে পড়ে আশেপাশের এলাকাগুলো। আবহাওয়া অধিদফতর জানায়, একদিনে ওই এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা পুরো বছরের অর্ধেকের সমান।
বিভি/এআই
মন্তব্য করুন: