• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১২ দেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ

প্রকাশিত: ১৮:২৭, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
১২ দেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ

ছবি: ডোনাল্ড ট্রাম্প

প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কোন দেশের পণ্যে নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে, জানা যাবে আগামী সোমবার (৭ জুলাই)।

এই চিঠিতে যতো পরিমাণ শুল্ক ধরা হয়েছে, সেটিই মানতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটি গ্রহণ করা নয়তো ছেড়ে দেওয়া প্রস্তাব।’

শনিবার (৫ জুলাই) নিউজার্সিতে যাওয়ার সময় সাংবাদিকরা বিমানে ট্রাম্পকে প্রশ্ন করেন। তখন ট্রাম্প জানান, ১২টি দেশের জন্য শুল্ক নির্ধারণ হয়ে গেছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, শুক্রবার (৪ জুলাই) শুল্ক সংক্রান্ত চিঠিগুলো প্রকাশ করা হবে। তবে এখন এই তারিখ থেকে পিছিয়ে এসেছে মার্কিন সরকার।

চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন  ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অনেক দেশ বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে। এ কারণে এসব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পারস্পরিক শুল্ক দিতে হবে।

সব দেশের পণ্যের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ এবং কিছু কিছু দেশের ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।

তার এমন সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে সব দেশের জন্য শুল্ক সর্বনিম্ন ১০ শতাংশ রেখে তা ৯০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। যেটি আগামী ৯ জুলাই শেষ হয়ে যাবে। ট্রাম্প সতর্কতা দিয়েছেন, এবার কিছু দেশের ক্ষেত্রে শুল্ক ৭০ শতাংশও হতে পারে। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি।

ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, যে ১২টি দেশের শুল্ক চিঠিতে তিনি স্বাক্ষর করেছেন সেগুলোর জন্য আলাদা আলাদা শুল্ক নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কিছু দেশের ওপর বেশি, কারও ওপর কম শুল্ক আরোপ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন শুল্ক নিয়ে সব দেশের সঙ্গে আলাদাভাবে আলোচনার আগ্রহ দেখায়। কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের সঙ্গে আলোচনায় ধাক্কা খেয়েছে। -সূত্র: রয়টার্স

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2