আবারও ইসরাইলে হুথি যোদ্ধাদের মিসাইল হামলা

ছবি: সংগৃহীত
আবারও ইসরাইলের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার জেরে ইসরাইলে পাল্টা এই হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি।
সোমবার (৭ জুলাই) ইয়েমেন থেকে মিসাইল ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে উঠে। এসব এলাকার মধ্যে ছিলো এটজিওন ব্লক ও হেবরন। এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গাজা শহরসহ বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রাণে বেঁচে যাওয়া গাজা সিটির এক প্রত্যক্ষদর্শীর মতে, রাতে কয়েক দফায় বিমান হামলার চালায় ইসরাইলি বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের উদ্ধার কাজ অব্যাহত আছে। এছাড়াও দেইর আল বালা শহরে ইসরাইলি হামলায় প্রাণহানি হয়েছে অন্তত তিনজনের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, চলতি সপ্তাহেই ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হবে। সোমবার যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, এই সফরে যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পাবে।
বিভি/এআই
মন্তব্য করুন: