টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবশেষ ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনো আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। সেখানে ২৮ শিশুসহ ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত খ্রিস্টান গার্লস ক্যাম্প এর ১০ জন কিশোরী ও একজন পরামর্শদাতা এখনও নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রবিবার (৬ জুলাই) বলেন, ‘একজনও নিখোঁজ থাকলে আমরা থামবো না। সবাইকে খুঁজে বের করতে যা প্রয়োজন, তা করা হবে।’
স্থানীয় সময় শনিবার তিনি ব্যক্তিগতভাবে দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘ছোট ছোট শিশুদের ওপর দিয়ে যা গেছে, তা সত্যিই ভয়াবহ।’
এদিকে, উদ্ধারকর্মীরা এখনো কাদামাটি ও ধ্বংসাবশেষের মাঝে খুঁজে চলেছেন নিখোঁজদের। তবে তাদের কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিরুপ আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে।
সাবেক নেভি সিল ও উদ্ধারকারী দল ‘৩০০ জাস্টিস’র স্বেচ্ছাসেবক গ্রেগ ফ্রোলিক জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বিবিসিকে বলেন, ক্যাম্প মিস্টিক যেখানে একসময় অবস্থিত ছিল সেখান থেকে আট মাইল দূরে নদীতে ভুক্তভোগীদের খুঁজে পাওয়ার কথা তিনি শুনেছেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: