• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নে নেতানিয়াহুর সুপারিশ 

প্রকাশিত: ০৯:৪৯, ৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এবার ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নে নেতানিয়াহুর সুপারিশ 

ছবি: সংগৃহীত

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প যেন এই পুরষ্কার পায় সেজন্য নোবেল কমিটির কাছে চিঠিও দিয়েছেন তিনি। টাইমস অব ইসরাইলের খবর।

সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে নৈশভোজের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন বেনইয়ামিন নেতানিয়াহু।

এ সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। আমি আপনার কাছে, নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।

মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমি জানতাম না – বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এটি খুবই অর্থবহ।

এর আগে জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2