লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুথিদের হামলা, নিহত ৪

ছবি: সংগৃহীত
লোহিত সাগরে আরেকটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। পণ্যবাহী জাহাজটি থেকে চার ক্রুর মরদেহ ও ছয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও অন্তত ১৫ জনের কোনো খোঁজ মেলেনি।
গত কয়েক মাস শান্ত থাকার পর এক সপ্তাহে দুটি জাহাজ বিস্ফোরক দিয়ে ডুবিয়ে দিলো ইয়েমেনের হুথি যোদ্ধারা। লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজটি অন্তত ২৫ আরোহী নিয়ে ইসরাইলের বন্দরের দিকে যাচ্ছিলো। গ্রিসের মালিকানাধীন জাহাজ এটারনিটি সি ডুবিয়ে দেওয়ার প্রমাণ দিতে ভিডিও প্রকাশ করেছে হুথি। উদ্ধার করা ক্রুদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতের নাগরিক।
গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি। এতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন রণতরিসহ শতাধিক জাহাজে হামলা চালিয়েছে সশস্ত্র হুথি যোদ্ধারা।
বিভি/এসজি
মন্তব্য করুন: