• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

প্রকাশিত: ০৯:০৫, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

গাজায় বর্বর হামলায় ২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। পাল্টা হামলায় ট্যাংক বিস্ফোরিত হয়ে নিহত হয়েছে তিন দখলদার সেনা।

মঙ্গলবার (১৬ জুলাই) গাজা নগরীর পূর্বে তুফাহ এলাকার শাবান আল-রাইয়েস স্কুলের আশেপাশে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে ঘটনাস্থলেই অন্তত তিনজন নিহত হয়। হামলায় ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপে আটকা পড়ে আরো ১৪ জন। ইসরাইলি সেনারা উচ্ছেদের হুমকি দেয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে জাবালিয়া ছাড়ছেন স্থানীয়রা।

এদিকে, সিরিয়া সোয়াইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়াদের পক্ষ নিয়ে হামলার চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। গত রবিবার থেকে ওই অঞ্চলে শিয়া দ্রুজ আর সুন্নি বেদুইন গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

অন্যদিকে, যুদ্ধবিরতি ভঙ্গ করে পূর্ব লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছে অন্তত ১২ জন। আহত ৮ জনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2