• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আপাতত ইরানের সাথে পরমাণু সমঝোতার তাড়া নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

প্রকাশিত: ১০:২৯, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
আপাতত ইরানের সাথে পরমাণু সমঝোতার তাড়া নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সাথে কোন আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের সাথে পরমাণু সমঝোতার তাড়া নেই যুক্তরাষ্ট্রের।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি বলেছেন, পরমাণু সমঝোতার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দেয়া হলে মানবে না তেহরান। কোনো পূর্বশর্ত ছাড়া আলোচনার জন্য ইরান প্রস্তুত আছে বলেও জানিয়েছেন বেলায়েতি। পরমাণু সংকট নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে সংকট সমাধানের কৌশল নিয়ে আলোচনা করেন দুই নেতা।

এদিকে, ইরানের সাথে পরমাণু আলোচনা নিয়ে গুরুত্ব কমানোর আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অ্যাণ্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আভাস দেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনায় বসতে চাইলেও তাড়া নেই যুক্তরাষ্ট্রের।

পশ্চিমাদের সাথে নতুন করে পরমাণু আলোচনার কোনো দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র-ইরান পাঁচ দফা বৈঠক হলেও কোনো অগ্রগতি হয়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2