• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কট্টর ইহুদিদের কারণেই ভাঙনের মুখে নেতানিয়াহুর জোট সরকার! (ভিডিও)

প্রকাশিত: ১৩:৩১, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ

ইসরাইলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকার। ১৫ জুলাই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার ইউনাইটেড টোরাহ জুডাইজম (ইউটিজে) দলের ছয়জন সদস্য পার্লামেন্ট কমিটি ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। দলটি বেরিয়ে যাওয়ায় ইসরাইলের পার্লামেন্টে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছেন নেতানিয়াহু। 

ইসরায়েলের অতি-রক্ষণশীল বা Ultra-Orthodox দল হিসেবে পরিচিত এই ইউটিজে। দলটি ইসরাইলের কট্টর ধর্মীয় গোষ্ঠী হেরেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা ইহুদি ধর্মের নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলে। হেরেদি পুরুষরা দীর্ঘ কালো কোট ও টুপি এবং বিবাহিত নারীরা মাথা ঢাকা লম্বা পোশাক পড়ে। এই সম্প্রদায়ের ছেলে-মেয়েরা পৃথক স্কুলে পড়াশোনা করে। অনেক ইহুদি শিশু ২০–৩০ বছরের জন্য ধর্মীয় শিক্ষার টানে যোগ দেন ইয়েশিভা স্কুলে। 

হেরেদি সম্প্রদায়ের লোকেরা আধুনিক পৃথিবীর বিপদ থেকে নিজেদের বিরত রাখে। তারা টিভি, সিনেমা, স্মার্টফোন বা ইন্টারনেট সীমিতভাবে ব্যবহার করে। তারা নিজেদেরকে এক ভিন্ন পরিবেশে রেখেও নিজস্ব অর্থনীতি ও কমিউনিটি গড়ে তোলে আর বাইরের জগত থেকে বিচ্ছিন্ন থাকে। এই সম্প্রদায়ের পুরুষেরা সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। তারা মনে করে ধর্মীয় গ্রন্থ তোরাহ অধ্যয়নই তাদের দেশের সেবা।

সরকার গঠনের সময় নেতানিয়াহু অতি-রক্ষণশীল দল ইউটিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাদের ধর্মীয় ছাত্রদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হবেনা। তবে এই ছাড়ের আইনি ভিত্তি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সবার জন্য সমানভাবে সেনাবাহিনী বাধ্যতামূলক করতে হবে। ফলে ক্ষুব্ধ হয়ে সরকারের সমর্থন প্রত্যাহার করেছে ইউটিজে।

ইসরাইলের পার্লামেণ্ট নেসেটে কোনো দল বা জোটকে সরকার গঠন করতে হলে কমপক্ষে ৬১টি আসন প্রয়োজন হয়। সংকটের মাত্রা আরও বাড়তে পারে ১১টি আসন ধরে রাখা শাস নামক আরেকটি অতি-রক্ষণশীল দল। তারাও ইউটিজের পথে হাঁটলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে নেতানিয়াহুর জোট। আর তেমনটা হলে হয়তো নেতানিয়াহুর সামনে নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না।  

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2