ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সোচ্চার জাতিসংঘের কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ফাইল ছবি
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সোচ্চার জাতিসংঘ কর্মকর্তা ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, ইসরাইল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে জোর তৎপরতা আর আন্তরিকতা দেখালেও সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠলো ট্রাম্প প্রশাসনের নতুন এই পদক্ষেপে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের উসকানি দিচ্ছেন আলবানিজ। ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে বর্বরতার বিরুদ্ধে বছরের পর বছর ধরে বিশ্বের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন জাতিসংঘের এই কর্মকর্তা। মূলত এ কারণে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার আলবানিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে আসছে ইসরাইল।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও নিজ দায়িত্ব যথাযথভাবে পালনে থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আলবানিজ। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় আলবানিজের অগ্রনী ভূমিকা ছিলো। এর ধারাবাহিকতায় নেতানিয়াহুর বিদেশ সফরে ইউরোপের আকাশ ব্যবহার করতে না দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: