অবৈধ অভিবাসী সন্দেহে ভারতের ওড়িশায় আটক ৫০০

ছবি: সংগৃহীত
অবৈধ অভিবাসী সন্দেহে ভারতের ওড়িশা থেকে প্রায় ৫০০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি এরা সবাই বাংলাদেশি ও রোহিঙ্গা। নথিপত্র যাচাই না হওয়া পর্যন্ত আটককৃত ব্যক্তিদের বিশেষ কারাগারে রাখা হবে।
সোমবার (৭ জুলাই) ওড়িশার ঝাড়সুগুদা জেলায় শুরু হয় এই অবৈধ অভিবাসী আটক অভিযান। সেখানে তল্লাশি চালিয়ে ৪৪৪ জনকে আটক করা হয়। তারা ঝাড়সুগুদার একটি শিল্প কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বলে জানায় স্থানীয় প্রশাসন। এছাড়া পৃথক আরেক অভিযানে জগৎসিংহপুর থেকে আরও চার জনকে আটক করা হয়। এই চারজনের দাবি, দুই সপ্তাহ আগে প্যারাদ্বীপ নামক একটি স্থানে ঘুরতে এসেছিলেন তারা।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, এই আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক দল বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বাংলাভাষীদের বাংলাদেশি হিসেবে আখ্যা দিয়ে আটক করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে হাইকোর্টকে পদক্ষেপ নিতে একাধিক আবেদন দাখিল করেছে দলটি।
বিভি/এসজি
মন্তব্য করুন: