কানাডার রফতানি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে রফতানি করা কানাডার পণ্যে ৩৫ শতাংশ হারে শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা চিঠি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এমন এক সময় এই হুমকি এলো যখন ২১ জুলাই সময়সীমার মধ্যে শুল্ক জটিলতা সমাধানে সমঝোতা আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলে প্রয়োজনে কানাডার ওপর আরও বাড়তি শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর আগেও কানাডার কিছু পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে আমদানি করা স্টিল, অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ আর গাড়ি শিল্পে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রভাব এরইমধ্যে কানাডায় পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে রফতানির মাধ্যমে কানাডা প্রায় তিন-চতুর্থাংশ পণ্যের বাজার ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রে গাড়ি, অটোমোবাইল ও স্টিলের অন্যতম রফতানিকারক কানাডা।
ট্রাম্পের নয়া হুমকির প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দেশের শ্রমিক আর ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় কার্নি আরও জানান, ট্রাম্প প্রশাসনের কথা রাখতে উত্তর আমেরিকায় মাদকের পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিয়েছে কানাডা।
বিভি/এসজি
মন্তব্য করুন: