কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খালিস্তানপন্থিদের হামলা (ভিডিও)
ভারতের কমেডি জগতের পরিচিত নাম কপিল শার্মা। দ্যা কপিল শার্মা শো-এর মাধ্যমে ইতোমধ্যে সফলতার শীর্ষে পৌঁছেছেন ভারতের পাঞ্জাব রাজ্য থেকে উঠে আসা ৪৪ বছর বয়সী এই কমেডিয়ান। সম্প্রতি এই ক্যাপস ক্যাফের মাধ্যমেই রেস্টুরেন্ট ব্যবসায় পা রাখেন তিনি। কিন্তু উদ্বোধনের কয়েকদিন যেতে না যেতেই কানাডার মাটিতেই সেই ক্যাফে হয়ে পড়লো খালিস্তানপন্থীদের হামলার কেন্দ্রে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্যাপস ক্যাফেই দুষ্কৃতীদের লক্ষ্য ছিল কিনা, সেটি স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অতীতে কপিল শর্মার কিছু মন্তব্যকে হাতিয়ার করেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কপিল শর্মার ক্যাফের সামনেই দাঁড়িয়েছিলো একটি গাড়ি। গাড়ির জানালা দিয়ে বেরিয়ে রয়েছে একটি পিস্তল ধরা হাত। সেটি থেকেই পরপর গুলি চালানো হয়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে ক্যাফের জানালা লক্ষ্য করে চালানো গুলির দাগ স্পষ্ট দেখা গেছে।
হামলার দায় স্বীকার করেছেন খালিস্তানবাদি হরজিৎ সিং লাড্ডি। যিনি বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। ২০২৪ সালের এপ্রিল মাসে, ভারতে ভিএইচপি নেত্রী ভিকাস প্রভাকর–এর হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত লাড্ডি। তিনি ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন। যার বিনিময়ে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার।
ভারতের শিব সেনা এবং অন্যান্য হিন্দুত্ববাদী নেতাদের কাছে রীতিমত এক আতঙ্কের নাম হরজিৎ সিং লাড্ডি। গত বছর শিব সেনা নেতা যজ্ঞেশ বাখশীর বাড়ির দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশের ধারনা দেশের বাইরে সুপরিকল্পিতভাবে এই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন লাড্ডি। দীর্ঘদিন ধরে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন করে আসছে খালিস্তানপন্থিরা। অন্যদিকে শিব সেনা ও অন্যান্য হিন্দুত্ববাদী নেতারা ভারতীয় জাতীয়তাবাদ ও হিন্দু ঐক্যের প্রচার করেন, যা খালিস্তানি স্বপ্নের বিরোধী।
কিছু খালিস্তানপন্থি রাজনীতিবিদের আশ্রয়ে কানাডা “নিরাপদ অভয়ারণ্য” রূপে বিবেচিত। এর আগে কানাডার বিভিন্ন গুরুদ্বারে ভারত-বিরোধী স্লোগান লেখা, মন্দিরে হামলা এবং ভারতীয় দূতাবাসের সামনে খলিস্তানি বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে, যা এই গোষ্ঠীর বেপরোয়া কার্যকলাপের ইঙ্গিত দেয়। সবশেষ এই হামলার ফলে কানাডায় খালিস্তানপন্থিদের ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে , যা ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলছে।
বিভি/এমএফআর
মন্তব্য করুন: