• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কেন্টাকিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ২  

প্রকাশিত: ১০:৪৯, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কেন্টাকিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ২  

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) স্থানীয় সময় ১২টার দিকে লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট গির্জায় এই হতাহতের ঘটনা ঘটে। 

এরআগে রাস্তায় গাড়ির কাগজপত্র চেক করতে ওই হামলাকারীর গাড়ি থামিয়েছিলো পুলিশ। সেখানে পুলিশকে গুলি করে গির্জার দিকে পালিয়ে যায় বন্দুকধারী। পরে গির্জায় পৌঁছে উপস্থিত মানুষের ওপর গুলি চালায়। দুইজনকে হত্যার পর পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী ধারণা করা হচ্ছে, গির্জায় উপস্থিত কিছু ব্যক্তির সঙ্গে বন্দুকধারীর আগে থেকেই সম্পর্ক ছিলো। 

নিহত দুই নারীর মধ্যে একজনের বয়স ৭২ এবং অপরজনের বয়স ৩২ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজন স্থিতিশীল আছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2