পানি সংগ্রহ করতে গিয়ে শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত

ছবি: বিবিসি
গাজায় পানি সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের নারকীয়ভাবে হত্যা করেছে ইসরাইলি সেনারা। নুসেইরাতের ওই ত্রাণ শিবিরে সাত শিশুসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনারা একদিনে হত্যা করেছে অন্তত ৯৫ ফিলিস্তিনিকে।
রবিবারের (১৩ জুলাই) ওই হত্যাকাণ্ডের মধ্যে গাজা-সিটির মার্কেটে হামলা চালিয়ে একজন প্রখ্যাত ডাক্তারসহ ১৭ ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। মার্কেট ও ত্রাণ শিবিরসহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে। গাজা সিটি মার্কেটে হামলার ব্যাপারে মুখ খোলেনি ইসরাইলি সেনারা। তবে, নুসেইরাতের পানি সংগ্রহ কেন্দ্রে হামলার ব্যাপারে নেতানিয়াহু বাহিনী জানিয়েছে, হামাসকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিলো। তবে ভুলবশত শিশুরা হামলার শিকার হয়েছে। এ নিয়ে ইসরাইলি হামলায় গত ২১ মাসে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে এক লাখেরও বেশি ফিলিস্তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: