ফিলিপাইনে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

ফাইল ছবি
ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার (১৫ জুলাই) ইলোকোস নর্টে প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে কাগায়ান, ইলোকোস সুর, ইসাবেলা এবং আবরার প্রদেশগুলোও কেঁপে ওঠে।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
ফিলিপাইন স্টার জানিয়েছে, ভূমিকম্পটি পাসুকুইন শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ভূমকম্পের আফটারশক এখনো প্রত্যাশিত। তবে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।
বিভি/এসজি
মন্তব্য করুন: