• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পা ফুলে গেছে ট্রাম্পের, রক্তনালীর সমস্যা বলছে হোয়াইট হাউজ

প্রকাশিত: ১৫:০৯, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পা ফুলে গেছে ট্রাম্পের, রক্তনালীর সমস্যা বলছে হোয়াইট হাউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ের গোড়ালি ফুলে গেছে। একইসাথে তার ডান হাতে চোটের চিহ্নও দেখা গেছে। ট্রাম্পের এমন শারীরিক অবস্থার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফলে বিভিন্ন মহলে তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে দেখা যায়। তবে হোয়াইট হাউজ জানায়, এগুলো কোনো বড় সমস্যা নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পের শারীরিক অবস্থার বিষয়টি স্পষ্ট করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। তিনি প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বার্বাবেলার একটি লেখা পড়ে শোনান।

সেখানে বলা হয়, ট্রাম্পের পায়ের ফোলাভাব বয়সজনিত একটি সাধারণ সমস্যার কারণে হয়েছে। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’। মূলত রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতায় ঘাটতি দেখা দিলেই এমনটি হয়ে থাকে।

এছাড়া হাতের চিহ্ন নিয়ে বার্বাবেলা বলেন, অতিরিক্ত হ্যান্ডশেক ও নিয়মিত অ্যাসপিরিন গ্রহণের কারণে প্রেসিডেন্টের হাতে এসব দাগ পড়েছে। হৃদরোগ প্রতিরোধে প্রেসিডেন্ট নিয়মিত অ্যাসপিরিন সেবন করেন বলেও জানান তিনি।

ট্রাম্পের শরীরে এসব লক্ষণ ফুটে উঠার পর তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আল্ট্রাসাউন্ডসহ অন্য পরীক্ষাগুলোতে শরীরে কোনো রকম রক্ত জমাট বা বড় কোন অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি।

৭৯ বছর বয়সী ট্রাম্পের ফোলা পা ও হাতের ছবি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলাপ-আলোচনা। কেউ কেউ তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও পড়ে হোয়াইট হাউজের ব্যাখ্যা ও প্রেসিডেন্টের চিকিৎসকের বক্তব্য দ্বারা এসব স্পষ্ট করা হয়। চিকিৎসক বার্বাবেলা জানান, প্রেসিডেন্টের স্বাস্থ্য এখনও চমৎকার অবস্থায় আছে। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2