ভিনদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে নিষেধ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ভিনদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে নিষেধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দফতরের অভ্যন্তরীণ এক নোট থেকে এ তথ্য জানা গেছে।
গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসে পাঠানো তারবার্তায় বলা হয়েছে, দেশের পররাষ্ট্রনীতির সাথে সুস্পষ্ট ও জরুরি স্বার্থ জড়িত নয় এমন বিষয়ে এই দফতর নির্বাচনসংক্রান্ত কোনো বিবৃতি দেবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন দেশে নির্বাচনী স্বচ্ছতা ও গণতন্ত্রের প্রচারে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে বড় পরিবর্তন এলো।
রুবিওর তারবার্তায় আরও বলা হয়েছে, যখন কোনো দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা যথাযথ বলে বিবেচিত হবে, তখন মার্কিন পররাষ্ট্র দফতরের বক্তব্য হবে সংক্ষিপ্ত। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো আর প্রয়োজনে অভিন্ন পররাষ্ট্রনীতির স্বার্থে উল্লেখ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কোনো দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা অথবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর মন্তব্য করা থেকেও বিরত থাকতে হবে। নির্বাচনসংক্রান্ত যেকোনো মন্তব্য শুধু পররাষ্ট্রমন্ত্রী নিজে অথবা দফতরের মুখপাত্র করবেন। শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া কোনো মার্কিন কূটনীতিক বিদেশের নির্বাচন নিয়ে বিবৃতি দিতে পারবেন না।
বিভি/এসজি
মন্তব্য করুন: