গাজার একমাত্র ক্যাথলিক চার্চে হামলা, নিহত ৩

প্রিস্ট রেভারেন্ড গ্যাব্রিয়েল রোমানেলি
গাজায় একমাত্র ক্যাথলিক চার্চ হলি ফ্যামিলিতে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ১০ জনেরও বেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হামলায় চার্চটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চার্চটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রতি সন্ধ্যায় হলি ফ্যামিলি চার্চের প্রিস্ট রেভারেন্ড গ্যাব্রিয়েল রোমানেলির সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করতেন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় ইসরাইলি ট্যাংক থেকে ছোড়া হয় গোলা, যার আঘাতে ধ্বংস হয়ে যায় চার্চটি এবং হতাহতের ঘটনা ঘটে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে চার্চটিতে হামলা চালানো হয়নি। এলাকাটিতে অভিযান কর্মকান্ডের সময় ভুলবশত চার্চে গোলাবারুদ ছুড়েছে ইসরাইলি সেনারা। তবে জেরুজালেমের ল্যাটিন পিতৃপুরুষ কার্ডিনাল পিয়েরবাত্তিস্তা দাবি করেছেন, একটি ইসরাইলি ট্যাঙ্ক সরাসরি চার্চকে লক্ষ্য করেই হামলা চালায়।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইতালি। ইসরাইলি হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
বিভি/এসজি
মন্তব্য করুন: