সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ দিলেন কুইন্সল্যান্ডের সিনেটর

ছবি: কোরিন মুলহোল্যান্ড
অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ দিলেন কুইন্সল্যান্ডের নবনির্বাচিত লেবার সিনেটর, কোরিন মুলহোল্যান্ড। আট মাস বয়সী শিশুপুত্র অগিকে নিয়ে দেওয়া তার অভিষেক ভাষণ নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। একইসাথে ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্র সামলানো নারীদের অনুপ্রেরণা আর সাধুবাদ জানাতেই এ কাজ করেন কোরিন। এর আগে সন্তান কোলে নিয়ে নির্বাচনী প্রচারণাও চালান এই সিনেটর।
নিজের শিশুকে বিশ্বের কাছে শক্তিশালী এক স্মারক হিসেবে তুলে ধরতে তাকে কোলে নিয়েই পার্লামেন্টে হাজির হন সিনেটর। সন্তান যে মায়েরই অবিচ্ছেদ্য অংশ, তা স্পষ্ট সাহসী এ নারীর প্রতিটি কর্মকাণ্ডে।
একইসাথে সন্তান লালন-পালন ও কর্মক্ষেত্র সামাল দেওয়া নারীদের অনুপ্রেরণা জোগাতে পার্লামেন্টে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে আওড়ান সাহসের বানী।
কোরিন মুলহোল্যান্ড বলেন, প্রতিটি মায়েরই কর্মক্ষেত্র এবং কাজের বাইরেও নিজের সন্তানের যত্ন নেওয়ার যথেষ্ট সময় ও সুযোগ সুবিধা তৈরি করার জন্যেই আমার এ উদ্যোগ নিয়েছি আমি। আমাদের মায়েদের মস্তিষ্কে একটি অদৃশ্য ঘড়ি চলতে থাকে। জরুরি কাজের মাঝেও বাচ্চার খাওয়ানো কীংবা ঘুম পাড়ানোর সময় হলে তা আপনাতেই সংকেত দিতে থাকে আমাদের। তাই কর্মক্ষেত্র ও সন্তানের পরিচর্যা, এ দুই ক্ষেত্রেই নারীদের জীবন আরেকটু সহজ করতেই সামান্য এ চেষ্টা আমার।
তবে মায়ের বক্তৃতার সময় কিছুতেই যেনো শান্ত থাকবে না বলে ঠিক করে দুরন্ত শিশু অগি। মায়ের সাথে পাল্লা দিয়ে আধো আধো বুলিতে কথা বলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলো ছোট্ট শিশুটি। তাকে ব্যস্ত রাখতে রীতিমতো এগিয়ে আসে পার্লামেন্টে উপস্থিত অন্যান্যরা।
হাত নেড়ে, নানারকম বিচিত্র অঙ্গভঙ্গি করে ব্যর্থ চেষ্টা করে তাকে স্থির রাখার। শেষ পর্যন্ত সিনেটর কোরিন বাধ্য হয়ে অগিকে অন্যদের কাছে দিয়ে বক্তৃতা শেষ করেন।
গেলো মে মাসে কুইন্সল্যান্ডের লেবার সিনেটর নির্বাচিত হন কোরিন। তিনমাস বয়সী অগিকে নিয়েই চালিয়েছেন নির্বাচনের সকল প্রচার-প্রচারণা।
রাজনৈতিক ব্যস্ততাতেও নিজের শিশুপূত্রের যত্নে কোনোরকম ত্রুটি রাখেননি কোরিন। কেবল কর্মক্ষেত্রে নয়, বিভিন্ন ইন্টারভিউ কিংবা জনসমাবেশেও পূত্রকে কোলে নিয়েই হাজির হতে দেখা যায় তাকে।- সূত্র: নিউজ-৯
বিভি/এআই
মন্তব্য করুন: