• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাথর ধসের কবলে পড়ে প্রাণ হারালেন ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন লারা

প্রকাশিত: ১০:৫১, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পাথর ধসের কবলে পড়ে প্রাণ হারালেন ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন লারা

ছবি: লরা ডালমেয়ার

সাবেক জার্মান বায়াথলেট ও দুই অলিম্পিক স্বর্ণপদক জয়ী লরা ডালমেয়ার পাকিস্তানের কারাকোরাম পর্বতশ্রেণীর লায়লা পিক-এ পর্বতারোহণের সময় পাথর ধসের কবলে পড়ে মারা গেছেন। তার ম্যানেজমেন্ট টিম ও জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন (ডিওএসবি) স্থানীয় সময় মঙ্গলবার এই খবর জানায়।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) দুপুরে লরা ও তার পর্বতারোহী সঙ্গী মেরিনা ইভা লায়লা পিকের চূড়ায় আরোহণকালে হঠাৎ পাথর ধসের সম্মুখীন হন।

মেরিনা ইভা একটি বিপদ সংকেত পাঠালেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরদিন মঙ্গলবার (৩০ সকালে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে লরার মৃতদেহ উদ্ধার করা হয়।

ডিওএসবি-এর প্রেসিডেন্ট থমাস ভাইকার্ট বলেন, ‘লরা ডালমেয়ার ছিলেন ক্রীড়া জগতের একজন অনুপ্রেরণাদায়ী আইকন। তার আকস্মিক মৃত্যু আমাদের সকলকে গভীরভাবে মর্মাহত করেছে। আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’- সূত্র: সিএনএন নিউজ।

বিভি/এআই

মন্তব্য করুন: