যুদ্ধবিরতির বিনিময়ে অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেছে হামাস

যুদ্ধবিরতির বিনিময়ে অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেছে হামাস। সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণে রাজি হবে না বলে জানিয়েছেন হামাস শীর্ষ কর্মকর্তা। এদিকে, খান ইউনিসে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে হামলা চালিয়ে একজন কর্মীকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত ৩ জন।
হামাসের দাবি, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জাতীয় এবং বৈধ অধিকার রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে গাজায় ইসরাইলি জিম্মিদের আত্মীয়দের সাথে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাক্ষাতের সমালোচনা করেছে হামাস।
হামাসের অভিযোগ, অস্ত্র সমর্পণের বিষয়ে জিম্মিদের পরিবারের সদস্যদের মিথ্যা আশ্বাস দিয়েছেন মার্কিন দূত। গেলো শনিবার তেল আবিবে ইসরাইলি বন্দীদের পরিবারের সাথে দেখা করেন স্টিভ উইটকফ।
এদিকে, কৌশলগত বিরতির মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি আগ্রাসন। গাজার ত্রাণকেন্দ্রগুলোতে চলছে ইসরাইলি সেনাদের ইচ্ছাকৃত হামলা। রবিবার ভোর থেকে গাজায় হামলা চালিয়ে আরো ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যাদের মধ্যে ৩৮ জনই ত্রাণপ্রার্থী।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: