ট্রাম্পের শুল্কারোপে লোকসানের মুখে ভারতের অর্থনীতি

ছবি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কারোপে লোকসানের মুখে ভারতের অর্থনীতি। এ অবস্থায় ভারতীয়দের স্বদেশী পণ্য কিনতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলেও স্বদেশী অভিযানের মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদী প্রধানমন্ত্রী মোদী।
শনিবার (২ আগস্ট) ভারতের বারানসীতে এক জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। এই পরিস্থিতিতে ভারতের স্বার্থ নিয়ে সতর্ক থাকা উচিৎ। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে স্বদেশী অভিযান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপে ভারতের কী পরিমাণ ক্ষতি হবে তা পরীক্ষা করে দেখছে ভারত প্রশাসন। এ বিষয়ে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, রপ্তানিকারকসহ সকল অংশীদারদের সাথে আলোচনা করছে কর্তৃপক্ষ।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যচুক্তি থেকে বের হয়ে আসা সম্ভব না বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা।
এর আগে গেলো বুধবার রাশিয়ার থেকে অস্ত্রসহ জ্বালানি তেল কেনায় অতিরিক্ত শুল্ক ছাড়াও আরও একটি অনির্দিষ্ট পরিমাণ জরিমানার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: দ্য হিন্দু
বিভি/এমআর
মন্তব্য করুন: