‘গাজা যুদ্ধের পক্ষে এখন আর সাধারণ ইসরাইলিদের সমর্থন নেই’

ছবি: বাসস
গাজা যুদ্ধের পক্ষে এখন আর ইসরাইলি জনসাধারণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই, তাই যুদ্ধ বন্ধ করার সময় এসে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমনটাই বলেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি লেখেন, ‘ইসরাইলের প্রতিটি যুদ্ধে একটি মৌলিক শর্ত ছিলো— সংখ্যাগরিষ্ঠতা। যদি জনগণের অধিকাংশই যুদ্ধের পক্ষে না থাকে, এর লক্ষ্যগুলোর ওপর আস্থা না রাখে, কিংবা নেতৃত্বের ওপর বিশ্বাস না রাখে, তবে সেই যুদ্ধ পরিচালনা করা যায় না।’
তিনি আরও বলেন, ‘এই তিনটির কোনোটিই এখন আর বর্তমান নেই। তাই সময় এসেছে যুদ্ধের ইতি টানার এবং জিম্মিদের ফিরিয়ে আনার।’
গত মঙ্গলবার (২৯ জুলাই) তিনি বলেছেন, ‘ইসরায়েলকে গাজায় দুর্ভিক্ষ রোধ করতে হবে – একদিকে ইহুদি জনগণের মূল্যবোধের প্রতিফলন হিসেবে, অন্যদিকে হামাসের প্রপাগান্ডাকে সহায়তা না করার জন্য।’
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘যদি এই অবস্থার আমূল পরিবর্তন না ঘটে, ইসরািইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে এবং এর মূল্য দিতে হবে ইসরাইলি নাগরিকদের।’
লাপিদের এই বক্তব্য ইসরাইলি রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। অন্যদিকে নেতানিয়াহু সরকার বলছে: ‘হামাসের জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত পূর্ণ অবরোধ জারি থাকবে।’ সূত্র: টাইমস অব ইসরায়েল
বিভি/এমআর
মন্তব্য করুন: