গাজায় আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা করলো ইসরাইল

ছবি: আনাস আল শরীফ
ফিলিস্তিনের গাজায় এবার বোমা হামলা চালিয়ে আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফও রয়েছেন।
রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় গাজার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবু লক্ষ্য করে ইসরাইলি বোমা হামলায় এই পাঁচ সাংবাদিক নিহত হন।
আনাস আল শরীফ ছাড়াও নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।
আল শরীফ আল জাজিরার একটি সুপরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন।
পাঁচ সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।
এদিকে, শিগগিরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার। সোমবার সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
গাজায় গেলো দেড় বছরের বেশি সময়ে ইসরাইলি হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার চারশো ত্রিশ ছাড়িয়েছে। আহত দেড় লক্ষাধিক।
বিভি/এআই
মন্তব্য করুন: