• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আমি ইউনূস-শেখ হাসিনার দ্বন্দ্বের শিকার: টিউলিপ সিদ্দিক

প্রকাশিত: ১০:৩৮, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আমি ইউনূস-শেখ হাসিনার দ্বন্দ্বের শিকার: টিউলিপ সিদ্দিক

ছবি: টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছেন শেখ হাসিনার ভাগ্নী এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

তার দাবি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন।

তিনি বলেন, নিঃসন্দেহে বাংলাদেশে কিছু মানুষ অপকর্ম করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। তবে তিনি এসবের মধ্যে ছিলেন না।

তার বিরুদ্ধ মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আইনি সহায়তার প্রস্তুতি চলছে। আইনজীবীর পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গেলো বছর জুলাই গণ-অভ্যুত্থানের পর অর্থপাচারে সহায়তা এবং লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এরপরই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2