• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ওয়াশিংটন ডিসি থেকে হোমলেস মানুষদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ১১:১৪, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ওয়াশিংটন ডিসি থেকে হোমলেস মানুষদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি থেকে হোমলেস মানুষদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের সরাসরি কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন।

স্থানীয় সময় রবিবার (১১ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, গৃহহীনদের অবিলম্বে ওয়াশিংটন ছাড়তে হবে। তাদের বসবাসের জায়গা দেওয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে। আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে।

প্রেসিডেন্টের দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে। তবে কোনো আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের সরাবেন এ নিয়ে হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি।

বর্তমানে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ ফেডারেল জমি ও ভবনের ওপর সীমাবদ্ধ। এই ঘোষণার নেপথ্যে রয়েছে ডিসিতে সংঘটিত সাম্প্রতিক এক সহিংসতার ঘটনা। কয়েকদিন আগে এক প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ্ব হন ট্রাম্প।

এদিকে, রাজধানীতে এখন অপরাধের ঘটনা আগের তুলনায় কম বলে দাবি ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েলের।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2