• NEWS PORTAL

  • শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিদেশি ওমরাহযাত্রীদের জন্য সুখবর 

প্রকাশিত: ১২:৩৪, ২১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বিদেশি ওমরাহযাত্রীদের জন্য সুখবর 

ছবি: সংগৃহীত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিদেশি ওমরাহযাত্রীদের জন্য ‘নুসুক ওমরাহ’ সেবা চালু করেছে । এ সেবার মাধ্যমে যাত্রীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় সেবা বুকিং করতে পারবেন।

বুধবার (২০ আগস্ট) বিদেশি ওমরাহযাত্রীদের জন্য এই সেবা চালু করা হয়। বিদেশি ওমরাহযাত্রীদের সেবার মান উন্নত করা এবং যাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

‘নুসুক ওমরাহ’ বর্তমান অনুমোদিত এজেন্টদের বিকল্প হিসেবে নতুন একটি সুযোগ দিচ্ছে। এই সেবায় যাত্রীরা সমন্বিত প্যাকেজ থেকে বেছে নিতে পারবেন অথবা আলাদা আলাদা সেবা যেমন ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুর বুক করতে পারবেন।

প্ল্যাটফর্মটিতে সহজবোধ্য ইন্টারফেস রয়েছে, যা সাতটি ভাষায় সাপোর্ট করে। এর মাধ্যমে সরকারি সিস্টেমের সঙ্গে সমন্বিত এবং যাত্রীরা বিভিন্ন পেমেন্ট অপশনের মাধ্যমে সহজে লেনদেন করতে পারবেন।

সেবাটির উদ্বোধন সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের অংশ, যেখানে অধিকসংখ্যক হাজি-ওমরাহযাত্রীকে আমন্ত্রণ জানানো এবং তাদের জন্য উন্নত, আরামদায়ক ও মানসম্মত সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।

সূত্র : সৌদি গেজেট

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2