‘ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়াকে বাদ দিলে কোনও সমাধান হবে না’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
ইউক্রেনে নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে বাদ দিলে কোনও সমাধান পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে একথা বলেন তিনি।
ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের বৈঠকের দুই দিন পরই এ ঘোষণা দিলো রাশিয়া। তিনি বলেন, রাশিয়াকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার বিষয়টি দেশটির প্রশাসনের কাছে গ্রহণযোগ্য নয়। এ থেকে কোনো সমাধান হবেনা বলেও সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের সাথে সমঝোতায় যেকোনো ধরনের আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানান তিনি। ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান পাল্টাতে ইউরোপীয় নেতারা খুবই কৌশলহীন চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে ওয়াশিংটন থেকে ফেরার পরই জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এ পরিস্থিতিতে রাশিয়া যদি শান্তি আলোচনা দীর্ঘ করে, তবে এর জন্য বিশ্ব নেতাদের থেকে আরও কঠিন চাপ মস্কোকে সহ্য করতে হবে জানিয়েছে ইউক্রেন প্রশাসন।
বিভি/এসজি
মন্তব্য করুন: