• NEWS PORTAL

  • শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাশিয়ায় বিনিয়োগ বাড়াতে চায় ভারত 

প্রকাশিত: ১৩:৪৯, ২১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাশিয়ায় বিনিয়োগ বাড়াতে চায় ভারত 

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কে অর্থনৈতিক লোকসান থেকে বাঁচতে আরো তীব্রভাবে বাণিজ্যে জড়াতে রাশিয়ান কোম্পানিগুলোকে চাপ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়ায় বিনিয়োগ বাড়াতে চায় দেশটি। 

ভারতের এই পরিস্থিতিতে কেবল রাশিয়াই সাহায্য করতে পারে এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পারে বলে মনে করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এজন্য রাশিয়ায় বিনিয়োগ বাড়াতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি। ভারত ও রাশিয়া নিজেদের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক লালন করছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশের বাণিজ্যে ভারসাম্য আনতে কঠোর প্রচেষ্টা করছে প্রশাসন। এছাড়া, যৌথ উদ্যোগে একে অপরকে অন্যান্য সহযোগিতার কথাও বিবেচনা করছে ভারত। এক্ষেত্রে ভারত প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। বাণিজ্যসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকে বসতে চলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2