গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বোমা হামলায় ৫ সাংবাদিকসহ নিহত ২১

গাজার নাসের হাসপাতালে বোমা হামলা চালিয়ে পাঁচ সাংবাদিকসহ অন্তত ২১ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, সোমবার (২৫ আগস্ট) নাসের হাসপাতালের উপরের তলায় এক মিনিটের ব্যবধানে দুটি বোমা আঘাত হানে। ওই সময় উপরের তলায় বেশ কয়েকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। নিহত সাংবাদিকরা আল জাজিরা, রয়টার্স, এপি ও মিডল ইস্ট আইয়ে কাজ করতেন। এছাড়া নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মী রয়েছেন।
একই সাথে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী হত্যার এই ঘটনাকে ইসরাইলের অন্যতম বর্বর হামলা হিসেবে মন্তব্য করেছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এ ঘটনাকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিয়োগান্ত ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। বিষয়টি তদন্তের জন্য সামরিক প্রশাসনকে আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ইসরাইলের হামলায় সাংবাদিক ও মানবাধিকার-গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও চায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক।
বিভি/এসজি
মন্তব্য করুন: