ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে সরিয়ে দিলেন ট্রাম্প

ছবি: ট্রাম্প (বায়ে) ও লিসা কুক (ডানে)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে হঠাৎ করেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। ঋণ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ উঠেছে লিসার বিরুদ্ধে।
স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিসাকে অবিলম্বে বরখাস্ত করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধান ও ১৯১৩ সালের ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন ফেডারেল মর্টগেজ নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, লিসা একাধিক মর্টগেজ চুক্তিতে ভুয়া তথ্য দিয়েছেন।
প্রতারণামূলক ও সম্ভাব্য অপরাধমূলক আচরণের কারণে লিসা কুকের সততার ওপর আস্থা রাখতে পারছেন না বলে দাবি করেছেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি
বিভি/এমআর
মন্তব্য করুন: