• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাশিয়ার ড্রোন হামলায় ডুবে গেল ইউক্রেনের ‘সবচেয়ে বড়’ নৌ জাহাজ

প্রকাশিত: ১২:৫৭, ২৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাশিয়ার ড্রোন হামলায় ডুবে গেল ইউক্রেনের ‘সবচেয়ে বড়’ নৌ জাহাজ

রাশিয়ার ড্রোন হামলায় ডুবে গেছে ইউক্রেনের নৌ জাহাজ ‘সিমফেরোপল’। এটি এক দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনের কমিশন করা ‘সবচেয়ে বড়’ জাহাজ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতি সিমফেরোপলের ডুবার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বিবৃতিতে বলা হয়েছে, রেডিও, ইলেকট্রনিক, রাডার এবং অপটিক্যাল নিরীক্ষার জন্য তৈরি মাঝারি আকারের লাগুনা-শ্রেণির জাহাজটিতে দানিয়ুব নদীর ব-দ্বীপে হামলা চালানো হয়েছে। যার একটি অংশ ইউক্রেনের ওডেসা অঞ্চলে অবস্থিত। 

একজন ইউএভি বিশেষজ্ঞের বরাত দিয়ে এক প্রতিবেদনে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এটি ছিল ইউক্রেনীয় নৌবাহিনীর জাহাজকে ধ্বংস করার জন্য রাশিয়ার সামুদ্রিক ড্রোনের প্রথম সফল ব্যবহার।

জাহাজটিতে হামলার কথা ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বলে জানিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। ইউক্রেনীয় নৌবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, হামলায় একজন ক্রু সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
 
উল্লেখ্য, সিমফেরোপল ২০১৯ সালে চালু হয় এবং দুই বছর পর এটি ইউক্রেনীয় নৌবাহিনীতে যোগ দেয়।
 
সূত্র: এনডিটিভি, আরটি
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2