বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু ওবায়দা নিহত, দাবি ইসরাইলের

ছবি: সংগৃহীত
হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় তার মৃত্যু হয়েছে বলে দাবি ইসরাইলি কর্মকর্তাদের।
শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ‘টাইমস অব ইসরাইল’।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপত্যকার গাজা সিটিতে হামাস মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে এই অভিযান চালায় আইডিএফ। তবে তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি হামাস।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় তারা নির্ভুল গোলাবারুদ, আকাশপথে নজরদারি এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে। ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিলেন আবু ওবায়দা। ইসরাইলের এই দাবির বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগেও, আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তেলআবিব। তবে বারবারই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। দীর্ঘদিন ধরে হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছেন আবু ওবায়দা নামে পরিচিত হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত।
বিভি/এসজি
মন্তব্য করুন: