• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ এরদোয়ানের

প্রকাশিত: ০৯:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৯:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ এরদোয়ানের

এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়া থেকে তুরস্কের তেল কেনা বন্ধের পাল্টা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

ন্যাটো জোটভুক্ত হওয়ার পরও তুরস্কের এফ-থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনা এবং এর যন্ত্রাংশ উৎপাদনে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তুলতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে আঙ্কারা। হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্র আর তুরস্কের প্রেসিডেন্টের বৈঠকে স্বাভাবিকভাবেই বিষয়টি উঠে আসে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের এমন অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশাবাদ জানানো ট্রাম্প আলাদা এক আয়োজনে ভিন্ন শর্ত জুড়ে দিয়েছেন। বলেছেন, মস্কো থেকে আঙ্কারা তেল কেনা বন্ধ করবে বলে আশাবাদী ওয়াশিংটন। তেল ক্রয়ে রাশিয়ার বিকল্প হিসেবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার নাম উল্লেখ করেছেন ট্রাম্প। এই আয়োজনেই চীনের মালিকানাধীন সামাজিক মাধ্যম টিকটকের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাইট ড্যান্স কেনার কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মালিকানা হস্তান্তরের জন্য ১২০ দিনের সময় বেধে দিয়েছেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2