• NEWS PORTAL

  • বুধবার, ০১ অক্টোবর ২০২৫

জেন-জি ঝড়ে এবার মাদাগাস্কার সরকারের পতন! 

প্রকাশিত: ১৯:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জেন-জি ঝড়ে এবার মাদাগাস্কার সরকারের পতন! 

ছবি: মাদাগাস্কারে জেন-জি বিক্ষোভ

বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর জেন-জির বিক্ষোভের মুখে এবার সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জল ও বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে যুব নেতৃত্বাধীন বিক্ষোভের পর সরকার ভেঙে দেন তিনি। সরকারের কোনো কোনো সদস্য যথাযথভাবে দায়িত্ব পালন না করার কারণে ক্ষমা চান মাদাগাস্কারের প্রেসিডেন্ট।

তিনি বলেন, বিদ্যুৎ-পানি সংকটের কারণে জনগণের রাগ, দুঃখ ও সৃষ্ট ভোগান্তি তিনি বুঝতে পারছেন। সোমবারের বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভটিতে এ পর্যন্ত ২২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে নিহত বিক্ষোভকারী এবং পথচারীও রয়েছেন।

তরুণদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিয়ে লুটপাটে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2