নতুন ৪ ধরনের ভিজিট ভিসা চালুর খবর দিলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত নতুন করে চার ধরনের ভিজিট ভিসা চালু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন খাত, আন্তর্জাতিক ইভেন্ট এবং ক্রুজ-অবকাশযাপনে নৌ-ভ্রমণকারীদের জন্য এই ভিসা কার্যকর হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) শুধু নতুন এসব ভিসাই নয়, বরং বিদ্যমান কিছু ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মাবলী সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। খবর গালফ নিউজের।
রাষ্ট্রীয় সংস্থা আইসিপি জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী, প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং পর্যটকদের আকৃষ্ট করা। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিনোদন ও পর্যটন খাতে অবদান রাখার মতো মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে এর মূল উদ্দেশ্য।
নতুন ৪ ভিসার ধরন হলো-
১. কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভিসা: এই ভিসা একক বা একাধিকবার দেশটিতে প্রবেশের জন্য নির্ধারিত সময় উল্লেখ করে দেয়া হবে। প্রত্যেক আবেদনকারীর অবশ্যই স্পন্সর বা হোস্ট প্রতিষ্ঠান থাকতে হবে, যারা প্রযুক্তি খাতে সরকার অনুমোদিত।
২. বিনোদন ভিসা: অস্থায়ীভাবে বিনোদনের উদ্দেশ্যে আগত বিদেশিদের জন্য এ ভিসা প্রযোজ্য।
৩. ইভেন্ট ভিসা: মেলা, প্রদর্শনী, কনফারেন্স, সেমিনার, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয়, কমিউনিটি বা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য অস্থায়ী ভিসা হচ্ছে এটি। এ ক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠান (সরকারি বা বেসরকারি) স্পন্সর হিসেবে থাকতে হবে।
৪. ক্রুজ ও অবকাশযাপন নৌ-ভ্রমণ ভিসা: ক্রুজ শিপ ও অবকাশযাপন নৌ-পর্যটনের জন্য একাধিকবার প্রবেশযোগ্য ভিসা হচ্ছে এটি। এতে অনুমোদিত ট্যুর কোম্পানির দেয়া ভ্রমণ পরিকল্পনা জমা দিতে হবে।
বিদ্যমান ভিসায় নতুন শর্ত: এর আগে ২০২২ সালে দেশটিতে চাকরি খোঁজার ভিসা ও ব্যবসায়িক সুযোগ খোঁজার জন্য ভিসা চালু করেছিল দেশটি। নতুন ঘোষণায় বলা হয়েছে, ব্যবসায়িক অনুসন্ধান ভিসার জন্য আবেদনকারীকে অবশ্যই আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে অথবা বিদ্যমান কোনো প্রতিষ্ঠান বা অনুমোদিত বিদেশি কোম্পানির মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন: এআই বিশেষজ্ঞদের জন্য লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি কোম্পানি,বিনোদন খাতের ভিসার জন্য আয়োজক সংস্থা, ইভেন্ট ভিসার জন্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্রুজ/অবকাশ নৌ-পর্যটনের জন্য অনুমোদিত অপারেটরকে হোস্ট বা স্পন্সর হিসেবে দেখাতে হবে।সব ধরনের আবেদন জমা দিতে হবে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটির মাধ্যমে।
কেন গুরুত্বপূর্ণ: এই নতুন ভিসার ধরনগুলো দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক লক্ষ্য অর্জনে সমর্থন করবে। এসব চালুর মাধ্যমে দেশটি-কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি খাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের আকৃষ্ট করবে,বিনোদন ও সংস্কৃতি শিল্পকে সহায়তা দেবে, আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ সহজ করবে এবং ক্রুজ ও অবকাশযাপনভিত্তিক পর্যটন খাতকে জোরদার করবে।
বিভি/টিটি
মন্তব্য করুন: