• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

মেক্সিকোতে টানা বৃষ্টি ও বন্যায় ৩৭ জন নিহত 

প্রকাশিত: ১৭:৪৮, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মেক্সিকোতে টানা বৃষ্টি ও বন্যায় ৩৭ জন নিহত 

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। নিহত হয়েছে অন্তত ৩৭ জন। 

শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে।

এ প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনের ব্যাপক মৌসুমি ঝড়বৃষ্টিতে অঞ্চলটিতে সৃষ্টি হয়েছে ভূমিধস। এতে বন্ধ হয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ সড়ক। নদীসহ বেশ কয়েকটি জলাধার উপচে পড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। সেইসাথে, গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বাস করছেন বহু বাসিন্দা।

অপরদিকে, উদ্ধারকাজে তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। বন্যায় বিপর্যস্ত এলাকাগুলো পরিষ্কারের পাশাপাশি নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়া মানুষদের। এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি নাগরিককে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ থেকে ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হচ্ছে দুর্যোগ। তাই অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2