• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

রাজস্থানে প্রাইভেটকারে আগুন, নিহত অন্তত ২০

প্রকাশিত: ১০:০৬, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাজস্থানে প্রাইভেটকারে আগুন, নিহত অন্তত ২০

ভারতের রাজস্থানে এই প্রাইভেট বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে জয়সালমের-জোধপুর মহাসড়কে যাত্রীবোঝাই বাসে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তেই সেটি পুড়ে যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিকাল ৩টার দিকে জয়সালমের থেকে ছাড়ার পর বাসটির পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক দ্রুত রাস্তার পাশে থামালেও অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। জানা গেছে, মাত্র পাঁচ দিন আগেই নতুন বাসটি কেনা হয়েছিল।

জানা যায়, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলো। দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের জয়সালমের থেকে জোধপুরে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। জেলা প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের চিকিৎসায় ‘গ্রিন করিডোর’ তৈরি করে।

জেলা কালেক্টর প্রতাপ সিং জানান, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং কয়েকজনের মরদেহ শনাক্ত করা কঠিন হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2