• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

গাজায় মানবিক সহায়তা সরবরাহে ইসরাইলের নতুন বাধা  

প্রকাশিত: ১৩:২৬, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গাজায় মানবিক সহায়তা সরবরাহে ইসরাইলের নতুন বাধা  

যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস আরও চার জিম্মির মরদেহ হস্তান্তর করলেও গাজায় মানবিক সহায়তা সরবরাহে নতুন বাধা তৈরি করেছে ইসরাইল। হত্যা করা হয়েছে অন্তত ৯ ফিলিস্তিনিকে। এমন অবস্থায় হামাসকে নিরস্ত্রীকরণে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

গাজা সিটিতে রেডক্রসের কাছে হস্তান্তর করা চার জিম্মির মরদেহ বুধবার ভোরে ইসরাইলের তেল-আবিবে পৌঁছায়। মরদেহগুলো পরীক্ষার জন্য ন্যাশনাল সেন্টার ফর ফরেনসিক মেডিসিন ভবনে রাখা হয়েছে। এনিয়ে, জিম্মিদের মধ্যে জীবিত ২০ জনের সবাইকে এবং ৮টি মরদেহ হস্তান্তর করলো হামাস। ধারণা করা হচ্ছে, আরও ২০টি মরদেহ হামাসের কব্জায় আছে। 

এদিকে, যুদ্ধবিরতির অগ্রগতির মধ্যে অন্তত ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। থামেনি পশ্চিম তীরে বাড়িঘর ধ্বংস করে ফিলিস্তিনিদের উচ্ছেদে দখলদার সেনা আর অবৈধ ইহুদি বসতিস্থাপনকারীদের কার্যক্রম। গাজার জন্য ত্রাণ সরবরাহ অর্ধেকে নামাতে রাফাহ সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরাইল। প্রতিশ্রুত ৬০০’র পরিবর্তে ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রতিদিন গাজায় উদ্দেশে ছাড়তে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এসব ঘটনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আর যুদ্ধবিরতি ঝুঁকিতে ফেলার পাঁয়তারা বলেছে হামাস। 

এদিকে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অবিলম্বে সাড়া দেওয়ার জন্য হামাসকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বেচ্ছায় অস্ত্র না ছাড়লে শক্তি প্রয়োগে বাধ্য করতে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2