‘হামাস অস্ত্র না ছাড়লে, আমরা নিরস্ত্র করব’, হুমকি ট্রাম্পের

হামাসকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে, অন্যথায় তাদের নিরস্ত্র হতে বাধ্য করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ অক্টোবর) এই হুমকি দেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার, হামাস গাজা থেকে শেষ জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় এবং ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির আতায় ইসরাইল শত শত ফিলিস্তিনিকে বাসে করে বাড়িতে পাঠায়। কিন্তু হামাস প্রকাশ্যে তাদের অস্ত্র নামানোর প্রতিশ্রুতি দেয়নি।
‘যদি তারা নিজেদের নিরস্ত্র না করে, আমরা তাদের নিরস্ত্র করব। এটি দ্রুত এবং সম্ভবত সহিংসতার সাথে করা হবে।’ হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির সাথে এক বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প আরও বলেন, তিনি হামাসকে বিষয়টি জানিয়েছিলেন এবং তারা নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে, যেমনটি তার ২০-দফা শান্তি প্রস্তাবে বলা হয়েছে।
‘আমি হামাসের সাথে কথা বলেছি এবং বলেছি, তুমি নিরস্ত্রীকরণ করতে যাচ্ছ, তাই না? হ্যাঁ, স্যার, আমরা নিরস্ত্রীকরণ করতে যাচ্ছি।’ তারা আমাকে এটাই বলেছে। ট্রাম্প পরে স্পষ্ট করে বলেন যে, তিনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তাটি পৌঁছে দিয়েছেন।
এর আগে মঙ্গলবার ইসরাইলের নিহত জিম্মির মরদেহ হস্তান্তর করতে বিলম্ব করায় গাজায় সাহায্য সীমিত করা এবং সীমান্ত বন্ধ রাখার হুমকি দেয় ইসরাইল। তবে, বুধবার হামাস আরও চার জিম্মির মরদেহ ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: