• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে চুক্তি করতে বললেন ট্রাম্প

প্রকাশিত: ০৯:০৪, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে চুক্তি করতে বললেন ট্রাম্প

ইউক্রেনকে টমাহক মিসাইল দিতে চাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে চুক্তি করতে বললেন তিনি। সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে এ আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।

গাজা যুদ্ধের পর ফের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মনযোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে শুক্রবার যুদ্ধ বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে দূর-পাল্লার টমাহক মিসাইল চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর বিনিময়ে ইউক্রেনে মার্কিন ড্রোন উৎপাদনের প্রস্তাব দেন জেলেস্কি। এই ধরনের অস্ত্র ইউক্রেনে সরবরাহ করলে রাশিয়া সেটিকে উস্কানি হিসেবে দেখতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এরফলে যুদ্ধের ভয়াবহতা আরো বাড়ার শঙ্কাও করেন তিনি। যুদ্ধের শেষ দেখতে চান ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে তাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপেও যুদ্ধ বন্ধ করে চুক্তির বিষয়ে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার দুই ঘণ্টা ব্যাপী ওই ফোনালাপ শেষে হাঙ্গেরিতে বৈঠক আয়োজনেও আগ্রহ দেখান দুই শীর্ষ নেতা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2