• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান

প্রকাশিত: ১২:৫৯, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৫৯, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান

ছবি: আল জাজিরা

রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।রবিবার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার দোহায় আয়োজিত আলোচনার পর উভয় পক্ষ এ যুদ্ধবিরতিতে রাজি হয়। এ ধরনের সংঘাত যেন পরবর্তিতে আর না হয় সেজন্য ফলোআপ বৈঠক করতেও সম্মত হয়েছে আফগান ও পাকিস্তানের প্রতিনিধিরা। 

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। 

আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএলএলের মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তালেবান সরকার জানিয়েছে তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদদ দিচ্ছে কাবুল। তারা এই মদদ বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরেই। অন্যদিকে, আফগানিস্তান শুরু থেকে দাবি করছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেয় না।

গত শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা আত্মঘামী বোমা হামলা চালিয়ে সাত সেনাকে হত্যা করে। এরপর পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2