• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ইউক্রেনকে পুতিনের কড়া হুঁশিয়ারি

প্রকাশিত: ১২:৩২, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ইউক্রেনকে পুতিনের কড়া হুঁশিয়ারি

ফাইল ছবি

রাশিয়ায় হামলা চালাতে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের চালান ব্যবহার করলে ইউক্রেনকে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় আবারও আলোচনায় গুরুত্বারোপ করেছে হোয়াইট হাউজ আর ক্রেমলিন। 

মস্কোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার দুইটি তেলের কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা মোটেই বন্ধুসুলভ আচরণ নয়। তবে, এই নিষেধাজ্ঞা গুরুতর হলেও রুশ অর্থনীতিতে প্রভাব ফেলার মতো যথেষ্ট শক্তিশালী নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সেইসাথে, হুঁশিয়ার করে দিয়েছেন ইউক্রেনকে। বলেছেন, মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অনেক গভীরের এলাকায় আঘাত হানার অপচেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে ইউক্রেনের। এছাড়া কথা বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সদ্য বাতিল করে দেয়া ট্রাম্প-পুতিন সম্ভাব্য বৈঠকের বিষয়ে। ট্রাম্প প্রশাসনের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেছেন, যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো অবশ্যই সবার জন্য ভালো ফল বয়ে আনে।

এবিষয়ে কথা হয়েছে হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়েও। হোয়াইট হাউজ মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, হাঙ্গেরিতে পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকটি বাতিল হলেও আলোচনায় সমস্য সমাধানের রাস্তা বন্ধ করে দেয়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প আর তার প্রশাসন এখনও মনে করেন, আগামীতে দুই নেতার বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2