সীমাহীন পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া (ভিডিও)
ফাঁকি দিতে সক্ষম যে কোনো প্রতিরক্ষাব্যবস্থা, চলার পথ পরিবর্তন করে আঘাত হানতে পারবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে; এমনই অনন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে রীতিমত তাক লাগিয়ে দিলো রাশিয়ার সশস্ত্র বাহিনী।
রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, গত ২১ অক্টোবর পরীক্ষার সময় বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার উড়েছিল এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল। মস্কো বলেছে, বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ্য তাদের এই পারমাণব্কি শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে পারে।
২৬ অক্টোবর ইউক্রেন যুদ্ধে নিয়োজিত জেনারেলদের সঙ্গে এক কমান্ড পয়েন্ট বৈঠকে সামরিক পোশাকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে তিনি বলেন, এটি এমন এক অনন্য অস্ত্র, যা বিশ্বের অন্য কোনও দেশের নেই। পুতিন আরও বলেন, রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিলেন- এই অস্ত্রটা বাস্তবে তৈরি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এখন এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গত মাসে ইউক্রেনকে দ্রুত 'দমন করতে ব্যর্থ হওয়ার জন্য' রাশিয়াকে 'কাগজের বাঘ' হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। বুরেভেসতনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে সেই মন্তব্যেরই যেনো সমুচিত জাবাব দিলেন রুশ প্রেসিডেন্ট। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অস্ত্র প্রতিযোগিতাকে আরও গভীর করে তুলছে।
রাশিয়ার এই সফল পরীক্ষার মাধ্যমে দেশটির দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণে আরও এক ধাপ অগ্রগতি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বুরেভেস্তনিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির অংশ, যেটিকে ন্যাটো এসএসসি-এক্স-৯ স্কাইফল নামে চিহ্নিত করেছে। ২০১৯ সালে এই ক্ষেপণাস্ত্রটি প্রথম আলোচনায় আসে। সেবছর এই ক্ষেপনাস্ত্রের এক ব্যর্থ পরীক্ষার পর আর্কটিক অঞ্চলে উদ্ধার অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটে।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার কাছে ৫ হাজার ৪৫৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আর যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ১৭৭টি। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় ৮৭ শতাংশের মালিকানা রয়েছে। দুই দেশের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্রভাণ্ডার পৃথিবীকে কয়েক বার ধ্বংস করার জন্য যথেষ্ঠ।
বিভি/এমএফআর




মন্তব্য করুন: