ব্রাজিলের রাজধানীতে মাদকবিরোধী অভিযানে অন্তত ১৩২ জন নিহত
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মাদকবিরোধী অভিযানে হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। মঙ্গলবার রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের ঘনবসতিপূর্ণ পেনহা কমপ্লেক্স ও আলেমাও কমপ্লেক্স এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশটি পুলিশ। এতে হামলার ঘটনা ঘরে এবং অন্তত ১৩২ জন প্রাণ হারান।
বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রিও ডি জেনেইরো রাজ্য পাবলিক ডিফেন্ডার অফিস বুধবার ( ২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোরে পেনহা কমপ্লেক্স এলাকার রাস্তায় অন্তত ৫০ জনের মরদেহ পড়ে থাকতে দেখে কেঁদে ফেলে স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘রাষ্ট্র গণহত্যা চালিয়েছে। এটি কোনো পুলিশি অভিযান ছিল না। তারা সরাসরি হত্যা করতে, জীবন নিতে এসেছিল।’
এদিকে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের ওই অভিযানে ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো। তবে তিনি বলেছিলেন, ‘নিহতের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে। মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।’
সামরিক ধাঁচের ওই অভিযানের সময় চারজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। রিওর সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন কমান্ডো ভার্মেলহো বা রেড কমান্ডের বিরুদ্ধে অভিযানে অংশ নেন আড়াই হাজার পুলিশ সদস্য।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: