• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নভঙ্গের ব্যবস্থা আরও পাকাপোক্ত করলেন ট্রাম্প

প্রকাশিত: ১০:২৩, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:২৪, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নভঙ্গের ব্যবস্থা আরও পাকাপোক্ত করলেন ট্রাম্প

ছবি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নভঙ্গের ব্যবস্থা আরও পাকাপোক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের বার্ষিক সীমা সর্বনিম্ন পর্যায়ের নামানোর নজিরবিহীন সিদ্ধান্ত হয়েছে।

এমন ঘোষণায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। শরণার্থী আশ্রয়ের নতুন সীমা অনুযায়ী বছর প্রতি সর্বোচ্চ সাত হাজার পাঁচশ' জনকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। যা আগের বছরের তুলনায় প্রায় ৯৪ শতাংশ কম। গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আমলে এই সংখ্যাটি ছিলো ১ লাখ ২৫ হাজার।  

এছাড়া, নতুন নির্দেশনায় শরণার্থী হিসেবে আশ্রয়ের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের অগ্রাধিকার দেওয়া হবে।  

এদিকে, অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের রাস্তা আরও কঠিন করার নির্দেশনা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ অক্টোবর বা তার পর থেকে কাজের অনুমতি পত্র-ইএডি নবায়নের আবেদন করা অভিবাসী কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2