ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো সৌদি আরব
 
								ছবি: সংগৃহীত
গরমকাল শেষ হয়ে সৌদি আরবের আবহাওয়া ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এতে করে দেশটিতে ওমরাহ যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ওমরাহর ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যেন আরও বেশি মানুষ ওমরাহর জন্য আসতে পারেন।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া শুক্রবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেদিন থেকে এক মাসের মেয়াদ শুরু হবে।
নতুন ওমরাহ মৌসুম শুরু হয় গত জুনের শুরুতে। ওই সময় থেকে এখন পর্যন্ত ৪০ লাখ বিদেশিকে ওমরাহ ভিসা দিয়েছে সৌদি। যা পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেওয়ার রেকর্ড।
আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে ভিসার মেয়াদ কমার নতুন নিয়মটি। যদি ভিসা ইস্যুর পর ভিসাপ্রাপ্ত ব্যক্ত ৩০ দিনের মধ্যে সৌদিতে না আসেন তাহলে তার ভিসাটি বাতিল হয়ে যাবে।
ওমরাহর ভিসার মেয়াদ কমালেও কেউ যদি সৌদিতে আসেন তাহলে তাকে ৩০ দিনের মধ্যেই সৌদি ছাড়তে হবে, এমনটি নয়। মানে ভিসায় তিন মাস থাকার অনুমতি থাকলে তিন মাসই ওই ব্যক্তি থাকতে পারবেন। শুধু আর ওমরাহ করতে পারবেন না।
সৌদির ওমরাহ ও ভ্রমণ কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেছেন, ঠান্ডার মাসগুলোতে সাধারণত বেশি মানুষ ওমরাহ করতে আসেন। এই সময়টায় যেন কাবায় বেশি ভিড় না হয়ে যায় তাই ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে ।
ওমরাহ শুধু মক্কায় করা হলেও, অনেকে ওমরাহ শেষে মদিনায় যান। সেখানে হযরত মুহাম্মদ (সাঃ)-এর কবর জিয়ারত করেন তারা। -সূত্র: আল-আরাবিয়া
বিভি/এআই
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: