• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ইরানের চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞায় ভারতকে ছয় মাসের ছাড়

প্রকাশিত: ১৬:৫৩, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ইরানের চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞায় ভারতকে ছয় মাসের ছাড়

ফাইল ছবি

ভারতের বিরুদ্ধে ইরানের চাবাহার বন্দর ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞার ক্ষেত্রে আরও ছয় মাস ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বন্দরে ভারতের বেশ বড় বিনিয়োগ রয়েছে। এছাড়া নয়াদিল্লি বন্দরের একটি অংশ পরিচালনা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানায়। 

গত বছর ভারত ইরানের সঙ্গে ১০ বছরের চুক্তি করে। এ চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) বন্দরটিতে ৩৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কঠোর বাণিজ্য আলোচনা হচ্ছে। এরমধ্যেই জানা গেলো, ইরানের চাহাবার বন্দরে নিষেধাজ্ঞার ওপর মার্কিনিরা ছাড় দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি। উভয় পক্ষ আলোচনা অব্যাহত রেখেছে।

এরআগে ২০১৮ সালে ইরানের চাহবার বন্দরে ভারতীয় কোম্পানিগুলোকে কার্যক্রম পরিচালনায় ‘বিরল’ ছাড় দিয়েছিলো যুক্তরাষ্ট্র। যদিও ওই সময় ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিলো আমেরিকা।

সূত্র: এনডিটিভি

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2