• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

গাজায় মানসিকভাবে বিপর্যস্ত ৮০% শিশু: জাতিসংঘ

প্রকাশিত: ২০:১১, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গাজায় মানসিকভাবে বিপর্যস্ত ৮০% শিশু: জাতিসংঘ

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে সংঘাত, ধ্বংস আর রক্তক্ষয়ী সহিংসতায় গাজার শিশু-কিশোরদের মনে গভীর দাগ রেখে কেটেছে। প্রতিদিনের মৃত্যুভয়, বোমা হামলার শব্দ আর প্রিয়জন হারানোর শোক তাদের মানসিক অবস্থাকে চরমভাবে বিপর্যস্ত করেছে।

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গণহত্যা ও সংঘাতের ভয়াবহতা গাজার শিশুদের জীবনে এক স্থায়ী অস্থিরতা তৈরি করেছে। হাজার হাজার শিশু গুরুতর শারীরিক আঘাত নিয়ে জীবনযুদ্ধে ফিরতে চেষ্টা করছে। এর বাইরে মানসিক স্বাস্থ্য সংকট আরও জটিল আকার ধারণ করেছে।

স্থানীয় মনোবিজ্ঞানীদের বরাত দিয়ে জাতিসংঘে বিভিন্ন মানবিক সংস্থার মতে, গাজার ৮০ শতাংশেরও বেশি শিশু এখন ‘সিভিয়ার ট্রমা’র লক্ষণ বহন করছে—যার মধ্যে আছে ঘুমের ব্যাধি, আতঙ্ক, হতাশা, অতিরিক্ত ভয়, হঠাৎ কান্না এবং স্বাভাবিক আচরণে বিঘ্নতা।

বিশেষজ্ঞরা মনে করেন, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের অবিরাম দৃশ্য এই প্রজন্মের মানসিক বিকাশে কঠিন দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2